• Annaul Sports 2023

    Annaul Sports 2023

  • Annaul Sports 2023

    Annaul Sports 2023

  • Annaul Sports 2023

    Annaul Sports 2023

Message Corner
  • Md. Mannan Sikder

    Md. Mannan Sikder

    Head master

Welcome to Dhaka Holy Flower School

সম্মানিত অভিভাবকবৃন্দ, আস্সালামু আলাইকুম,

ঢাকা হলি ফ্লাওয়ার স্কুল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সহযোগীতায় ঢাকা হলি ফ্লাওয়ার স্কুল প্রতিষ্ঠার ৬ষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছি। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিগত বছর সকল পাবলিক পরীক্ষায় আমরা ভালো ফলাফল অর্জন করি। বিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলপ্রতিভার বিকাশ ঘটনার সুযোগ করে দেই। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ।

অত্র এলাকায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষাঙ্গনের অভাব দূর করার নিমিত্তে আমরাই প্রথম এলাকার আধুনিক ও প্রযুক্তি নির্ভর শক্ষাঙ্গন ঢাকা হলি ফ্লাওয়ার স্কুল গড়ে তুলেছি। যার মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, উত্তম চরিত্র গঠন ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেকটি শিক্ষার্থীকে স্কুলমূখী, সুশিক্ষায় শিক্ষিত এবং দক্ষ জনবল হিসেবে গড়ে তোলাই ঢাকা হলি ফ্লাওয়ার স্কুল এর একমাত্র লক্ষ্য।

Read More
Why Should you Choose Dhaka Holy Flower School ?

স্কুল এর বৈশিষ্ট্য

 

১। সুসজ্জিত ও আধুনিক ক্যাম্পাস। প্রতিটি শ্রেণিকক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) ক্লাশ রুম।

২। মাল্টিমিডিয়া সমৃদ্ধ প্রতিটি শ্রেণিকক্ষ ও সুসজ্জিত লাইব্রেরী।

৩। স্মার্ট ID কার্ডের সাহায্যে নিয়মিত ছাত্র-ছাত্রীদের স্কুলে উপস্থিতির বিষয় SMS মাধ্যমে অভিভাবককে জানানো হয়।

৪। উচ্চ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত সর্বাধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।।

৫। প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ২০ থেকে ২৫ জন।

৬। ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদান।

৭। সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও ইন্টারকম দ্বারা নিয়ন্ত্রিত।

৮। ইংরেজী শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান। ৫ম শ্রেণি পাশের পূর্বে অনর্গল ইংরেজী বলতে ও লিখতে পারবে (ইনশাআল্লাহ)।

৯। দূর্বল ও অমনোযোগীদের জন্য রয়েছে বিশেষ ক্লাস ও কাউন্সিলিং এর ব্যবস্থা।

১০। সম্পূর্ণ নিজস্ব বই ও কারিকুলাম দ্বারা প্লে, নার্সারী ও কেজি ক্লাশ এর পাঠদান করা হয়।

১১। সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিরাপদ খাবার পানির সুব্যবস্থা।

১২। নিয়মিত স্কাউটিং, দেশীয় সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফরের ব্যবস্থা।

Our Teachers